চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পাকিস্তানকে পানি দেব না : মোদি

১৭ অক্টোবর, ২০১৯ | ১২:৫৩ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের ওপর দিয়ে বয়ে চলা নদীর পানি পকিস্তানকে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হরিয়ানায় ভোটের প্রচারে গিয়ে মোদি বলেন, ‘গত ৭০ বছর ধরে হরিয়ানার এই এলাকা তথা ভারতের কৃষকদের অধিকারে থাকা যে পানি পাকিস্তানে বয়ে গিয়েছে, মোদি সেই পানি বন্ধ (পাকিস্তানে যাওয়া) করে দেবে। ওই পানি আপনাদের ঘরে ঘরে পৌঁছবে’।

ভারতের প্রধানমন্ত্রীর মতে, এই পানির উপর অধিকার রয়েছে হরিয়ানা আর রাজস্থানের কৃষকদের। অতীতে যা বন্ধ করা হয়নি। এসময় কৃষকদের উদ্দেশ্যে মোদি বলেন, ‘মোদি আপনাদের লড়াই লড়বে’।

কাশ্মীর পরিস্থিতি নিয়ে ইসলামাবাদ-নয়াদিল্লির সম্পর্কের টানাপড়েনের মধ্যে পাকিস্তানকে পানি দেওয়া প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর আজকের বক্তব্য তাৎপর্যের। এখন ইসলামাবাদ এ ব্যাপারে কী প্রতিক্রিয়া জানায়, সেটা দেখার।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট