চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নিউজিল্যান্ডে মসজিদে হামলাকারীকে ঠেকানোয় ২ পুলিশ পুরস্কৃত

১৭ অক্টোবর, ২০১৯ | ১২:৫৩ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : চলতি বছরের মার্চে ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে হামলার ঘটনায় ৫১ জন নিহত হন। এটি নিউজিল্যান্ডের ইতিহাসে নারকীয় এক হত্যাযজ্ঞ। সে সময় জীবনের ঝুঁকি নিয়ে ওই হামলাকারীকে আটক করেন দুই পুলিশ কর্মকর্তা। সেদিনের সেই সাহসিকতার জন্য তাদের পুরস্কৃত করেছে দেশটির সরকার।

বুধবার ঘরোয়া এক অনুষ্ঠানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন ওই দুই পুলিশ কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স থেকে এ তথ্য জানা যায়। আদালতের নির্দেশে তাদের নাম প্রকাশ করা হয়নি।
পুরস্কার পেয়ে এক বিবৃতিতে দুই পুলিশ কর্মকর্তা বলেন, আমরা একটি বড়ো অপারেশনের অংশ ছিলাম। দেশের সব পুলিশ কর্মকর্তা প্রতিদিন অন্যের জীবন বাঁচাতে নিজেদের জীবনকে ঝুঁকির মুখে ফেলেন। তাদের অংশ হয়েই আমরা ওই দিন আমাদের দায়িত্ব পালন করেছি মাত্র।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট