চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

‘পবিত্র পাহাড়ে’ কিম জং উন

১৭ অক্টোবর, ২০১৯ | ১২:৫৩ পূর্বাহ্ণ

উত্তর কোরিয়ার সর্বোচ্চ পবর্ত শৃঙ্গ পায়েকটুতে আরোহন করেছেন দেশটির নেতা কিম জং উন। তাও সাদা ঘোড়ায় চড়ে।

দেশটিতে ঐতিহ্যগতভাবে এই পাহাড়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়। ভয়ঙ্কর সৌন্দর্যে ভরপুর পর্বতটি কিম সাম্রাজ্যের জন্য বিখ্যাত। কিম জং উনের বাবার জন্মভূমিও এখানে। নিয়মিতই বিভিন্ন উৎসবের আয়োজন করা হয় এই পবর্ত এলাকায়। এর আগেও ২৭৫০ মিটার উচ্চতার এই পর্বতশৃঙ্গে উঠেছিলেন কিম। তবে প্রতিবারেই বড় ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার আগে তিনি এই কাজ করেন। বিশ্লেষকরা বলছেন, পরমাণু শক্তিধর উত্তর কোরিয়ার নতুন নীতির আভাস দিচ্ছে কিমের এই সফর।

শেয়ার করুন