চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সেপ্টেম্বরে ইরানে ‘গোপন সাইবার হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র’!

১৭ অক্টোবর, ২০১৯ | ১২:৫৩ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : সেপ্টেম্বরের মাঝামাঝি বিশ্বের সবচেয়ে বড় তেল শোধনাগারসহ সৌদি আরবের দুটি প্ল্যান্ট আক্রান্ত হওয়ার পর এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে গোপন সাইবার হামলা চালিয়েছিল বলে মার্কিন প্রশাসনের দুই কর্মকর্তা দাবি করেছেন।

তেহরানের ‘অপপ্রচার’ ছড়ানোর সক্ষমতা লক্ষ্য করেই সেপ্টেম্বরের শেষ দিকে ওই অভিযান হয়েছিল বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।
হামলায় ইরানের বেশকিছু যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এক কর্মকর্তা দাবি করলেও এ প্রসঙ্গে আর বিস্তারিত বলতে রাজি হননি তিনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট