চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

কাশ্মীরে গোলাগুলিতে নিহত ৩

অনলাইন ডেস্ক

১৬ অক্টোবর, ২০১৯ | ১:০৭ অপরাহ্ণ

ভারতের জম্মু ও কাশ্মীরের একটি বাড়ির ভেতরে তিন জঙ্গি রয়েছে এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়েছে ভারতীয় নিরাপত্তাবাহিনী। তাদের পাকড়াও করতেই বিশাল বাহিনী নিয়ে সম্মুখ সমরে গিয়েছে তারা। এদিকে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছে। আজ বুধবার (১৬ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, আজ ভোর ৬ টা থেকে শুরু হয়েছে দু’পক্ষের গোলাগুলি। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, ওই বাড়িতে থাকা ৩ ব্যক্তি ভারতীয় নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন। 

একটি সূত্র বলছে, দক্ষিণ কাশ্মীরের পাজালপুরা সেক্টরে চলছে সেনা-জঙ্গি গোলাগুলি। এদিন গোপন সূত্রে জঙ্গিদের গা ঢাকা দেয়ার খবর পেয়ে অভিযান চালায় ভারতীয় সেনার সিআরপিএফ জওয়ানরা। সূত্রের খবর, অনন্তনাগের মফঃস্বল অঞ্চলে এনকাউন্টার চলেছে। নিরাপত্তাবাহিনীর কাছে খবর ছিল যে একটি বাড়ির ঘরের মধ্যে ২ থেকে ৩ জন জঙ্গি লুকিয়ে ছিল। আর সেই খবর পেতেই এলাকায় তল্লাশি অভিযানে নেমে পড়ে নিরাপত্তাবাহিনী।

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট