১৫ অক্টোবর, ২০১৯ | ৪:০৯ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক
পেরুতে একটি ভবনের ছাদ ধসে পড়ে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছের আরও অন্তত ৪০ জন। সোমবার (১৪ অক্টোবর) সেন্ট্রাল পেরুর একটি পার্টি সেন্টারে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির প্রতিরক্ষা বিভাগ কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার বিয়ের অনুষ্ঠান চলাকালে ভবনের দেয়াল ও ছাদ ধসের ঘটনা ঘটে। এতে চাপা পড়েন বহু মানুষ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। গুরুতর আহত অবস্থায় অনেককে হাসপাতালে ভর্তি করায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে চলতি বছরের জানুয়ারি দেশটিতে একটি বিয়ের অনুষ্ঠানে ছাদ ধসে অন্তত ১৫ জনের মৃত্যু হয়।
পূর্বকোণ/পিআর
The Post Viewed By: 249 People