চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সিঙ্গাপুরে চিনিযুক্ত পানীয়ের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা

১৫ অক্টোবর, ২০১৯ | ২:২৬ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : বিশ্বে প্রথম চিনিযুক্ত সব ধরনের কোমল পানীয়ের বিজ্ঞাপন নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর। দেশে ক্রমবর্ধমান ডায়াবেটিস রোগীর সংখ্যা নিয়ন্ত্রণের জন্য এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।

গত বছর এক জরিপে ৭০ শতাংশ মানুষ চিনিযুক্ত কোমল পানীয় বিজ্ঞাপনের ওপর বিধিনিষেধ আরোপের পক্ষে রায় দেন।

তারপরই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এক সংবাদ সম্মেলনে সিঙ্গাপুরের স্বাস্থ্য প্রতিমন্ত্রী এডউইন টং বলেন, চিনিযুক্ত বেভারেজ যেকোন সম্প্রচারমাধ্যম, মদ্রিত ও অনলাইন সংবাদপত্রসহ সব ধরনের গণমাধ্যম এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
এডউইন টং আরো বলেন,‘ডায়াবেটিস মোকাবেলার প্রচেষ্টার প্রথম পদক্ষেপ হিসেবে এই দুই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা আরও সতর্কতার সঙ্গে বিষয়টি পর্যালোচনা করতে চাই। আমরা এমন উদ্যোগ নিতে চাই যা দীর্ঘমেয়াদে কার্যকর হয় এবং যাতে ভোক্তার আচরণ বদলের সঙ্গে সঙ্গে পণ্য সরবরাহকারীদেরও উৎপাদন প্রক্রিয়ায় বদল ঘটায়।’

শেয়ার করুন