চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

জম্মু ও কাশ্মীরে ফের মোবাইল সেবা চালু

১৫ অক্টোবর, ২০১৯ | ২:২৫ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : বন্ধ করার ৭২ দিন পর জম্মু ও কাশ্মীরে ফের পোস্টপেইড মোবাইল সেবা চালু করা হয়েছে। গতকাল সোমবার স্থানীয় সময় দুপুর থেকে পোস্টপেইড মোবাইল সেবা ফের চালু হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। ভারত সরকার ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর অঞ্চলটির মোবাইল ফোন সংযোগ, ল্যান্ডফোন ও ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। এখন প্রায় ৪০ লাখ পোস্টপেইড মোবাইল সংযোগ ফের চালু করা হলেও প্রিপেইড সংযোগ ও ইন্টারনেট চালু করা হয়নি। গত মাস থেকে ৮০ শতাংশ ল্যান্ডফোন সংযোগ সচল হলেও অনেকেরই ল্যান্ডফোন সংযোগ নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা। দুই মাসেরও বেশি সময় পর কাশ্মীরের ভিতরে ও বাইরে থাকা পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বস্তি প্রকাশ করেছেন অনেক ব্যবহারকারী।

শেয়ার করুন