চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

কাশ্মীর নিয়ে শেষ তাসটি খেলে ভুল করেছেন মোদি : ইমরান

১৩ অক্টোবর, ২০১৯ | ১:৫৬ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : কাশ্মীরের মানুষের প্রতি ‘সহানুভূতি’ জানানোর জন্য শনিবার মানববন্ধন করা হয় ইসলামাবাদে।

সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আক্ষেপ জানিয়ে বলেন, আন্তর্জাতিক মিডিয়া যেভাবে হংকং নিয়ে হইচই করছে, কাশ্মীর নিয়ে করছে না। পরে তিনি বলেন, কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করে শেষ তাসটি খেলে ফেলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইমরান ভাষণে বলেন, ‘কাশ্মীরিরা তাদের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া মেনে নেবেন না। জম্মু-কাশ্মীরে কড়াকড়ি শিথিল হলেই তারা পথে নামবেন। তার কথায়, মোদি একটা ভুল করেছেন। তিনি হাতের শেষ তাসটি খেলে ফেলেছেন। কিন্তু কাশ্মীরিরা কখনই বিশেষ মর্যাদা লোপ করা মেনে নেবেন না।’ এদিন ইসলামাবাদের কেন্দ্রে ডি চৌকে পাকিস্তানিরা জড়ো হয়ে মানববন্ধন করেন। ইমরান বলেন, কাশ্মীরিরা কোনও কিছুতেই ভয় পান না। সাত দশক ধরে তারা এমন অবস্থায় রয়েছেন যে তাদের আর ভয়ডর নেই।

গত আগস্টের শুরুতে ভারত সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে। তারপরেই পাকিস্তানের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। পাকিস্তান ভারতের দূতকে ফেরত পাঠিয়ে দেয়। একইসঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক মহলে কাশ্মীর নিয়ে সরব হতে থাকে। ভারত বরাবরই বলে এসেছে, কাশ্মীর তাদের অভ্যন্তরীণ বিষয়। এক্ষেত্রে তৃতীয় পক্ষের মধ্যস্থতার কোনও অবকাশ নেই।

শেয়ার করুন