চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ট্রাম্পের হোমল্যান্ড সিকিউরিটি প্রধানের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

১২ অক্টোবর, ২০১৯ | ১:২২ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত হোমল্যান্ড সিকিউরিটি প্রধান কেভিন ম্যাকঅ্যালিনান পদত্যাগ করেছেন। ছয় মাস আগে সাবেক প্রধান ক্রিস্টজেন নিয়েলসেনকে সরিয়ে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কমিশনার ম্যাকালিনানকে এই বিভাগের প্রধান করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক টুইটে এ তথ্য জানান বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

টুইটে ট্রাম্প লিখেছেন, ‘ভারপ্রাপ্ত হোমল্যান্ড সিকিউরিটি প্রধান হিসেবে কেভিন ম্যাকঅ্যালিনান অসাধারণ কাজ করেছেন। সীমান্ত ক্রসিং নিয়ে বিদ্যমান অচলাবস্থার উপায় নিয়ে আমরা একত্রে ভালো কাজ করেছি।’

ম্যাকঅ্যালিনান পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান জানিয়ে ট্রাম্প লিখেছেন, ‘অনেক বছর ধরে সরকারি দায়িত্ব পালনের পর কেভিন এখন তার পরিবারের সঙ্গে আরও বেশি সময় ব্যয় করতে চান এবং তিনি চাইলে বেসরকারি খাতে কাজ করতে পারেন। চাকরি জীবনে ভালো কর্তব্য পালনের জন্য অভিনন্দন কেভিন!’

এছাড়া আগামী সপ্তাহে ম্যাকঅ্যালিনানের উত্তরসূরী নিয়োগ করা হবে উল্লেখ করে ট্রাম্প টুইটে লিখেছেন, ‘দারুণ সব প্রার্থী আছেন তালিকায়!’

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর চতুর্থ ব্যক্তি হিসেবে হোমল্যান্ড সিকিউরিটি প্রধানের দায়িত্ব পালন করেন কেভিন ম্যাকঅ্যালিনান।

তিনি মেক্সিকো সীমান্তে অভিবাসী নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর নীতির একজন বাস্তবায়নকারী ছিলেন। তবে বিশ্লেষকরা বলছেন, তাদের দুজনের মধ্যে অবাধ্যতার সম্পর্ক এই পদত্যাগের কারণ। এছাড়া ম্যাকালিনান অভিবাসী বিতর্ক নিয়েও ব্যাপক সমালোচিত হন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন