চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মীনা কার্টুনের পরিচালক আর নেই

অনলাইন ডেস্ক

১১ অক্টোবর, ২০১৯ | ৭:২৭ অপরাহ্ণ

দক্ষিণ এশিয়ার সবচেয়ে মীনা কার্টুন ছিল ছোটবেলার নির্মল বিনোদনের উৎস । কেবল বিনোদনের উৎস হিসেবেই নয়, হাজারো দর্শকের কাছে জনপ্রিয় এই মীনা কার্টুনটি মানুষকে সচেতন করে তুলেছিল সমাজ-সংস্কার ও জ্ঞানের আলোয়  ।

সেই জনপ্রিয় কার্টুন চরিত্র মীনার রূপদানকারী ভারতীয় এনিমেশনের জনক বলে খ্যাত রাম মোহন আর নেই। এ কার্টুনিস্ট ৮৮ বছর বয়সে শুক্রবার মৃত্যুবরণ করেছেন।

ভারতের এনিমেশন বিষয়ক ওয়েবসাইট এনিমেশন এক্সপ্রেস শুক্রবার (১১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।

১৯৩১ সালে জন্মগ্রহণ করেন রাম মোহন। মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি। ১৯৫৬ সালে ভারত সরকারের চলচ্চিত্র বিভাগের কার্টুন ফিল্ম ইউনিটে যোগ দিয়ে ক্যারিয়ার শুরু করেন রাম মোহন। ১৯৯৫ সালে প্রতিষ্ঠা করেন মুম্বাই-ভিত্তিক এনিমেশন কোম্পানি গ্রাফিতি মাল্টিমিডিয়া। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও চিফ ক্রিয়েটিভ অফিসার ছিলেন তিনি। ২০০৬ সালে প্রতিষ্ঠা করেন গ্রাফিতি স্কুল অব এনিমেশন।

১৯৯১ থেকে ২০০১ সালের মধ্যে ‘মীনা’ কার্টুনের ষোলোটি পর্ব পরিচালনা করেন রাম মোহন। এই প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিল ইউনিসেফ ও বাংলাদেশের টুনবাংলা। এই সিরিজের জন্য ১৯৯৬ সালে কমিউনিকেশন আর্টস গিল্ডের দেওয়া হল অব ফেইম এওয়ার্ডে আজীবন সম্মাননা লাভ করেন।

পূর্বকোণ/টিএফ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট