১১ অক্টোবর, ২০১৯ | ৪:০০ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ এ বছর শান্তিতে নোবেল পেয়েছেন। নরওয়ের নোবেল কমিটি শুক্রবার নোবেলজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে।
আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে নোবেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। এ বছর পুরস্কারের অর্থমূল ৯০ লাখ সুইডিশ ক্রোনার (৯ লাখ ১৪ হাজার ডলার) পাবেন তিনি। এ বছর নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা শুরু হয় চিকিৎসা বিজ্ঞানে নোবেল পাওয়া তিনজনের নাম ঘোষণার মধ্য দিয়ে। চিকিৎসা বিজ্ঞানেও তিনজন যৌথভাবে নোবেল পেয়েছেন। মঙ্গলবার ঘোষণা করা হয় পদার্থে এ বছর নোবেলজয়ীদের নাম। পদার্থ বিজ্ঞানেও এ বছর তিনজন নোবেল পেয়েছেন।
বুধবার রসায়নে নোবেলজীয় তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করা হয়। বৃহস্পতিবার ঘোষণা করা সাহিত্যে নোবেল বিজয়ীদের নাম। গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান স্থগিত থাকায় গত বছরেরটিসহ এ বছর সাহিত্যে দুটি নোবেল পুরস্কার দেওয়া হয়।
আগামী ১৪ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে এ বছরের নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা।
পূর্বকোণ/টিএফ
The Post Viewed By: 424 People