চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পরমাণু অস্ত্রে অর্থ ব্যয়কে হারাম বলছেন খামেনী

১১ অক্টোবর, ২০১৯ | ১:৫০ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : পরমাণু অস্ত্র তৈরির সকল সরঞ্জাম থাকলেও ইরান এটি উৎপাদন ও রক্ষণাবেক্ষণে কোনো অর্থ ব্যায় করছে না বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনী। তিনি বলেন, ইসলামী শরিয়তে পরমাণু অস্ত্র তৈরি ও সংরক্ষণ হারাম এই কারণে ইরান এটির পেছনে অর্থ ব্যয় করছে না। গত বুধবার পরমাণু অস্ত্রের বিষয়ে ইরানের অবস্থানে কথা জানিয়েছে তিনি বলেন, ‘পরমাণু বোমা তৈরি করার সামর্থ্য থাকা সত্ত্বেও ইসলামি অনুশাসনের ভিত্তিতে আমি পরমাণু অস্ত্র ব্যবহারকে হারাম (শরিয়তের দৃষ্টিতে নিষিদ্ধ) ঘোষণা করেছি। কাজেই যে অস্ত্র ব্যবহার সম্পূর্ণ হারাম সে অস্ত্র তৈরি বা সংরক্ষণে পুঁজি বিনিয়োগ করার কোনো অর্থ হয় না।’ জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় ইরানের অভূতপূর্ব উন্নতিকে ইসলামি বিপ্লবের অন্যতম অর্জন হিসেবে বর্ণনা করে আয়াতুল্লা খামেনী বলেন, এমনকি ইরানের শত্রুরাও এই অর্জনের কথা স্বীকার করতে বাধ্য হয়েছে। ইরানি বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ শিক্ষা, চিকিৎসা, প্রতিরক্ষা, ন্যানো টেকনোলজি এবং শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিসহ এ ধরনের অন্যান্য ক্ষেত্রে অসামান্য সাফল্য অর্জন করেছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট