চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

ছুরিকাঘাতে ইন্দোনেশিয়ার মন্ত্রী আহত

আন্তর্জাতিক ডেস্ক

১০ অক্টোবর, ২০১৯ | ৫:৩৫ অপরাহ্ণ

ইন্দোনেশিয়ার রাজনীতি, আইন ও নিরাপত্তা সমন্বয় বিষয়ক মন্ত্রী উইরান্তো দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। দ্য জাকার্তা পোস্ট

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ইন্দোনেশিয়ার বার্তা সংস্থা ‘দ্য জাকার্তা পোস্ট’ জানায়, এদিন স্থানীয় সময় সকালে দেশটির বান্তেন প্রদেশের পানদেগলাং অঞ্চলে সফরে যান মন্ত্রী উইরান্তো। আর সেখানেই তার ওপর ধারালো ছুরি হাতে হামলা চালায় অজ্ঞাত এক ব্যক্তি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থাটি জানায়, প্রদেশটির সাকেতি উপজেলার সিন্দাংহায়ু গ্রামে একটি বিশ্ববিদ্যালয়ের ভবন উদ্ভধনি অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় নিরাপত্তামন্ত্রী উইরান্তোর ওপর হামলাটি চালানো হয়। ভয়াবহ সেই হামলায় এক পুলিশ কর্মকর্তাও গুরুতরভাবে জখম হন। যদিও হামলাকারী দুর্বৃত্তকে এরই মধ্যে আটক করা হয়েছে।

এ দিকে হামলার সত্যতা নিশ্চিত করে দেশটির ন্যাশনাল পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল দেদি প্রাসেতিয়ো ‘দ্য জাকার্তা পোস্ট’কে টেলিফোনে বলেছেন, ‘আমরা মন্ত্রীর ওপর হামলার বিষয়টি আরও ভালোভাবে খতিয়ে দেখার চেষ্টা করছি। যদিও হামলাকারীকে এরই মধ্যে আটক করা হয়েছে।’

পূর্বকোণ/টিএফ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট