চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

বন্ধু-ভাই বাংলাদেশের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছি: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

২৯ আগস্ট, ২০২৪ | ১২:০২ অপরাহ্ণ

বাংলাদেশে বন্যায় প্রাণহানির জন্য সমবেদনা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। সেই সঙ্গে আহত ও ক্ষতিগ্রস্তদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, আমরা আমাদের বন্ধু ও ভাই বাংলাদেশের প্রতি তুরস্কের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। তারা বন্যা দুর্যোগের কারণে কঠিন সময় পার করছে।

 

দুই দেশের মধ্যে সংহতির ওপর গুরুত্বারোপ করে এরদোয়ান বলেন, সহায়তা কার্যক্রমের মাধ্যমে- আমরা আমাদের বাংলাদেশি ভাই-বোনদের একা ছেড়ে দিচ্ছি না। তারা বড় ক্ষতির মুখোমুখি, আমরা তাদের ক্ষত নিরাময়ের চেষ্টা করছি।

 

প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, যারা এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন- তাদের প্রতি রহমত করুন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা সবসময় তাদের পাশে আছি।

 

এরদোয়ান বন্যায় বাংলাদেশে সড়ক পরিবহন ব্যাহত হয়েছে- এমন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর প্রতি মনোনিবেশ করে মোট ১৬ হাজার ৭৫০টি সহায়তা প্যাকেজ বিতরণ শুরুর কথা জানিয়েছেন। ‘এএফএডি’, ‘তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা’ এবং তুরস্কের বিভিন্ন বেসরকারি সংস্থার সমন্বয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর কথাও উল্লেখ করেন তিনি।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট