চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বিদেশ ভ্রমণেও সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কার বিশেষ বাহিনী

৯ অক্টোবর, ২০১৯ | ২:০৮ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের গান্ধী পরিবারের তিন সদস্য সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নিরাপত্তা আরও জোরদারের সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।
এখন থেকে শুধু দেশে নয়, বিদেশ যাওয়ার ক্ষেত্রেও তাদের সঙ্গে থাকবে স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) বাধ্যতামূলক নিরাপত্তা।
সোমবার গান্ধী পরিবারের নিরাপত্তা ইস্যুতে এ নির্দেশ জারি করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।
নতুন এ নির্দেশে বলা হয়, গান্ধী পরিবারের সদস্যরা যেভাবে দেশের ভেতরে সবখানে এসপিজি নিরাপত্তা নিয়ে যান, এখন থেকে সেভাবেই বিদেশ সফরের ক্ষেত্রেও তাদের এসপিজি জওয়ানদের সঙ্গে নিয়ে যেতে হবে। সেই সঙ্গে তাঁরা কোথায় যাচ্ছেন, কোন দেশের কোন প্রান্তে কখন থাকছেন, সব তথ্য কেন্দ্রকে জমা দিতে হবে বলেও এতে জানানো হয়।
শুধু তাই নয়, এরই সূত্রে এর আগের বেশ কয়েকটি বিদেশ সফরের তথ্যও চাওয়া হয়েছে গান্ধী পরিবারের কাছে। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এর সবটাই ভিভিআইপিদের নিরাপত্তার জন্য।
তবে বিভিন্ন রাজনৈতিক মহলের ধারণা, মূলত গান্ধী পরিবারের সদস্যদের নজরদারির আওতায় আনতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার।

শেয়ার করুন