চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কাশ্মীরকে স্বাভাবিক করতে বললো মার্কিন কংগ্রেস কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

৮ অক্টোবর, ২০১৯ | ৫:১৭ অপরাহ্ণ

 

কাশ্মীরে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে নয়াদিল্লিকে অনুরোধ করল মার্কিন কংগ্রেসের প্রভাবশালী কমিটি। কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থা নিয়ে মোদী সরকারের সিদ্ধান্তে উপত্যকার বাসিন্দাদের জীবন ‘বিধ্বস্ত’ করে তুলেছে বলে মনে করছে মার্কিন সাংসদদের এই কমিটি।

নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জে সাধারণ সভায় যোগ দিতে যাওয়া প্রধানমন্ত্রী মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের কয়েক সপ্তাহের মধ্যেই মার্কিন কংগ্রেস কমিটির এই আবেদনে চাঞ্চল্য কূটনৈতিক মহলে।

‘কাশ্মীরে যোগাযোগ বন্ধ করার ভারতীয় সিদ্ধান্তে ওখানকার বাসিন্দাদের প্রাত্যহিক জীবনে বিধ্বংসী প্রভাব ফেলছে।’সোমবার এমনই টুইট করেছে মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র সংক্রান্ত কমিটি। তাদের আরও সংযোজন, ‘ভারতের এবার দেশের বাকি নাগরিকদের মতোই কাশ্মীরিদেরও সম-অধিকার ও মর্যাদা দেওয়া উচিত।’

প্রসঙ্গত, নয়াদিল্লির তরফে যদিও জানানো হয়েছিল সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই কাশ্মীরের প্রায় সব এলাকার উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। গুজব ও হিংসা ছড়ানো রুখতে মোবাইল ও ইন্টারনেট বন্ধ থাকলেও ল্যান্ডলাইন ফোন চালু রয়েছে। সূত্র : এই সময়

পূর্বকোণ/টিএফ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট