চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

৩৪ বছর পর নাগরিকত্ব পেলেন ভারতের বধূ এক পাকিস্তানি নারী!

৮ অক্টোবর, ২০১৯ | ১:৪৬ পূর্বাহ্ণ

বিয়ে করে দীর্ঘ ৩৪টি বছর ভারতে কাটানোর পর দেশটির নাগরিকত্ব পেলেন পাকিস্তানের জোবেদা বেগম। তার দুই মেয়ে রুমেশা আর জুমেশা। তাদেরও বিয়ে হয়ে গেছে। এ অবস্থায় তিন যুগ পর তিনি পেলেন নাগরিকত্ব। খবর এনডিটিভির।

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মোজাফ্ফরনগরের সৈয়দ মো. জাভেদের সঙ্গে ১৯৮৫ সালে বিয়ে হয় পাকিস্তানের হায়দরাবাদের ১৯৬০ সালে জন্ম নেয়া জোবেদা বেগমের। খবর গালফ নিউজের।

বরাবর ভারতে শ্বশুরবাড়িতেই বসবাস করে আসছিলেন তিনি। তখন থেকেই তিনি প্রথমে দীর্ঘস্থায়ী ভিসা এবং পরে নাগরিকত্বের আবেদন করে আসছেন। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ১০ বছর তার ওই আবেদন ফেলে রাখে । পরে তাকে সাত বছর মেয়াদি ভিসা দেয়া হয়। অবশেষে গত সপ্তাহে পেলেন ভারতের নাগরিকত্ব।

শেয়ার করুন