চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

৩৮ সন্তান নিয়ে যুদ্ধ এক উগান্ডান মায়ের!

এক-দু’টি নয়-অন্তত ৪৪টি সন্তানের মা হয়েছেন উগান্ডার এক নারী

৮ অক্টোবর, ২০১৯ | ১:৩৬ পূর্বাহ্ণ

আর এদের বেশিরভাগই যমজ! শুধু তাই নয়, একসঙ্গে তিন ও চার সন্তানও জন্ম দিয়েছেন তিনি। এখন অবশ্য বেঁচে আছে ৩৮ জন। স্বামী-পরিত্যাক্তা এই নারীর অভাব-অনটনের সংসারে প্রতিটা দিনই কাটছে তার যুদ্ধের ভেতর দিয়ে। স্বামীপ্রবর ভরণপোষণের ভয়ে সন্তানসহ স্ত্রীকে ত্যাগ করে সংসার পেতেছেন অন্য নারীর সঙ্গে। মমতাময়ী মা একাই সন্তানদের নিয়ে অন্যত্র ঠাঁই নিয়েছেন।

ওই নারীর জীবনযাপন বিষয়ে গত বছর তৈরি হয়েছে একটি প্রামাণ্যচিত্র। দেশটির জাতীয় গণমাধ্যমসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রকাশ হয়েছে সে খবর। সেখানে জানানো হয়, আফ্রিকার উগান্ডার কামপালার উত্তরে ৫০ কিলোমিটার দূরে একটি ছোট্ট গ্রামে ৩৮ সন্তান নিয়ে সংসার চালাচ্ছেন মরিয়ম নবট্যানজি নামের ওই নারী।

তাদের স্কুলেও ভর্তি করিয়েছেন। প্রতিদিন ২৫ কেজি ভুট্টাকে রুটি বানিয়ে সন্তানদের খাদ্য জোগান দেন মরিয়ম। অবশ্য বড় ছেলেমেয়েরাও মাকে যথাযথ সাহায্য করে। মরিয়ম অবশ্য কে কোন দিন কোন কাজটি করবে, তা একটি রুটিনের মতো বানিয়ে ঘরের দেয়ালের একপাশে টাঙিয়ে দিয়েছেন। মায়ের কথা মেনে সেভাবেই সংসারকে টেনে নিচ্ছে তারা।

শেয়ার করুন