চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বিশ্ব নেতাদের কিশোরী গ্রেটার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০১৯ | ৩:২৮ অপরাহ্ণ

জাতিসংঘের জলবায়ু সংক্রান্ত শীর্ষ সম্মেলনে গ্রেটা থুনবার্গের ভাষণ আলোড়ন তুলেছে৷ মাত্র বয়স ১৬ বছর বয়সেই জাতিসংঘে বিশ্বের বাঘা বাঘা সব নেতার সামনে গ্রেটা বলে, ‘আপনারা আমাদের স্বপ্ন ও শৈশব হরণ করেছেন। বিশ্বের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ মারা যাচ্ছে। আর আপনারা শুধু অর্থ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির গালগল্প করে যাচ্ছেন।’

জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনের অংশ হিসেবে আয়োজিত ‘জলবায়ু ব্যবস্থা গ্রহণ শীর্ষ বৈঠকে’ গতকাল সোমবার আমন্ত্রিত বক্তা হিসেবে কথা বলার সুযোগ পেয়ে এ কথা জানায় গ্রেটা থুনবার্গ।

বিশ্ব নেতাদের দিকে তাকিয়ে সে বলে, ‘আপনারা আমাদের রক্ষায় ব্যর্থ হচ্ছেন। বিশ্বনেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘আমরাবিশাল মাত্রায় বিলুপ্তির পথে চলতে শুরু করেছি৷ আর আপনারা শুধু টাকাপয়সা আর অনন্তকাল ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধির রূপকথার কাহিনি শুনিয়ে চলেছেন৷ কী সাহস আপনাদের!”

গ্রেটা আরও বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের চোখ এখন আপনাদের ওপর। আপনারা যদি আমাদের রক্ষায় ব্যর্থ হন, মনে রাখবেন আপনাদের আমরা কখনো ক্ষমা করব না।’

উপস্থিত রাজনৈতিক ও শিল্পজগতের নেতারা গ্রেটা টুনব্যার্গের আবেগময় ভাষণ শুনে জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেবেন কিনা, তা এখনো স্পষ্ট নয়৷  

পূর্বকোণ/তাসফিয়া

শেয়ার করুন