চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মুসলিম বিশ্বের কেন্দ্রীয় নেতার খেতাব পেলেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৪৮ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায়ের নেতারা প্রশংসা করেছেন নিউইয়র্কে অবস্থানরত তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগানের । মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যুতে সক্রিয় থাকায় তুর্কি প্রেসিডেন্টের প্রশংসা করা হয়েছে।

তুর্কি গণমাধ্যম আনাদুলো এজেন্সির এক খবরে বলা হয়েছে এ সময় এরদোগানকে মুসলিম বিশ্বের কেন্দ্রীয় নেতা হিসেবেও উল্লেখ করা হয়েছে।
নিউইয়র্কবাসীরা এরদোগানকে খুব পছন্দ করে জানিয়ে নিউইয়র্কের ব্রুকলিনে আল-তাকওয়া মসজিদের ইমাম সিরাজ ওয়াহাজ বলেন, আমাদের একজন কেন্দ্রীয় নেতা প্রয়োজন। আমার মনে হয় আমরা সেটা তুরস্ক প্রেসিডেন্ট এরদোগান থেকে পাচ্ছি।

ইউনাইটেড স্টেটস কাউন্সিল ফর মুসলিম অরগানাইজেশন্স-এর সাধারণ সম্পাদক ওসামা জামালও এরদোগানের প্রশংসা করেছেন। তিনি বলেন, আমরা আপনাকে নিয়ে গর্ব করার সুযোগ পেয়েছি।

তুরস্ক সারা বিশ্বের মুসলিমদের পাশে দাঁড়াবে উল্লেখ করে একই অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোগান বলেন, ‘আমি দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায় আরও বেশি সুসংগঠিত হচ্ছে। বিশ্বের ১৭০ কোটি মুসলমানদের অংশ আমরা।’

পূর্বকোণ/তাসফিয়া

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট