চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইরানের সঙ্গে ভালো সম্পর্ক চাইলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

২৪ সেপ্টেম্বর, ২০১৯ | ১:১১ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে ভালো সম্পর্ক চায়।

কিন্তু তেহরান এই সুযোগকে মৃত্যু এবং ধ্বংসের সঙ্গে মিলিয়ে ফেলছে।

রোববার মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সৌদি এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা প্রমাণিত যে, গত সপ্তাহের তেলক্ষেত্রে হামলার পেছনে ইরান জড়িত। এটাকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করা হবে। তিনি বলেন, আমরা যেকোনো উপায়ে যুদ্ধ এড়ানোর প্রত্যাশা করছি…আমরা আমাদের দেশ সংস্কারের ওপর গুরুত্ব দিচ্ছি। গত ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি আরামকোর দু’টি তেলক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা হয়।

শেয়ার করুন