চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জ্বলছে সৌদি, পরপর ছ’দিনের বৃদ্ধিতে ভারতে আকাশ ছুঁল তেলের দাম

২৩ সেপ্টেম্বর, ২০১৯ | ১:২০ পূর্বাহ্ণ

গত কয়েকদিন ধরেই পরপর বাড়ছে তেলের দাম। ছ’দিনে তেলের দাম এতটাই বেড়েছে, যা গত দু’বছরে হয়নি বলেই জানা যাচ্ছে। ছ’দিনে পেট্রোলের দাম প্রতি লিটারে মোট ১টাকা ৫৯ পয়সা ও ডিজেলের দাম মোট ১ টাকা ৩১ পয়সা বেড়েছে বলে জানা গিয়েছে। ২০১৭ থেকে প্রত্যেক দিন তেলের দাম পরিবর্তনের নিয়ম চালু হয়েছে। রবিবার পেট্রোলের দাম প্রতি লিটারে ২৭ পয়সা বেড়েছে। দিল্লিতে পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ৭৩ টাকা ৬২ পয়সা। আর ডিজেলের দাম প্রতি লিটারে ১৮ পয়সা বেড়ে দাম হয়েছে ৬৬ টাকা ৭৪ পয়সা। কলকাতায় রবিবার পেট্রোলের দাম ৭৬ টাকা ৩২ পয়সা হয়েছে। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৬৯ টাকা ১৩ পয়সা। গত দু’বছরে এভাবে পরপর ছ’দিন তেলের দাম বাড়তে দেখা যায়নি। গত ১৭ সেপ্টেম্বর থেকে এভাবেই প্রত্যেকদিন একটু একটু করে বাড়ছে তেলের দাম। মূলত সৌদি আরবে ড্রোন হামলার পর থেকেই তেলের দাম বাড়তে শুরু করেছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট