চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মাকে গ্রেপ্তারের কারণ জানতে সরকারের কাছে মেয়ের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০১৯ | ৪:০৫ অপরাহ্ণ

চলতি বছরের ৫ আগস্ট ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিলের আগের রাতে কাশ্মীরের অন্য নেতাদের সঙ্গে সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকেও গৃহবন্দি করে রাখা হয়।

কিন্তু কেন তাকে আটক রাখা হয়েছে- এর কারণ জানতে সাবেক মুখ্যমন্ত্রীর মেয়ে ইলতিজা কেন্দ্রীয় সরকারে কাছে চিঠি দিয়েছেন। খবর দ্য ডনের।

জম্মু-কাশ্মীরের পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতিকে আটকের সময় তার পরিবারকে দেয়া সরকারি নোটিশে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটার আশঙ্কায় তাকে আটক করা হয়েছে।

মাকে গৃহবন্দি করার পর থেকে ইলতিজাই তার টুইটার অ্যাকাউন্টটি ব্যবহার করছেন। মায়ের গ্রেপ্তারের কারণ জানতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠির একটি ছবি ওই টুইটার একাউন্টে পোস্ট দেন তিনি।

চিঠিতে তিনি আরো উল্লেখ করেন, দেশটির দণ্ডবিধির ১৪৪ ধারায় বিনা কারণে মাসের পর মাস ধরে কাউকে আটক রাখা অবৈধ ।

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন