চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ইসরায়েলের পার্লামেন্টে প্রধান বিরোধী দল হতে পারে আরব জোট

২২ সেপ্টেম্বর, ২০১৯ | ১:২৭ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক :
ইসরায়েলের পার্লামেন্টে প্রধান বিরোধী দল হতে পারে আরবদের জোট। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার প্রতিদ্বন্দ্বী বেনি গান্তেজের ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি জাতীয় জোট সরকার গঠন করলে ইসরায়েলের ইতিহাসে প্রথমবারের মতো আরবদের রাজনৈতিক দল পার্লামেন্ট নেসেটে প্রধান বিরোধী দলের আসনে বসবে। গত মঙ্গলবার ইসরায়েলের জাতীয় নির্বাচনে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, নেসেটের ১২০ আসনের মধ্যে ক্ষমতাসীন লিকুদ পার্টি পেয়েছে ৩১ আসন, ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি পেয়েছে ৩৩ আসন, আর আরবদের দল জয়েন্ট লিস্ট পেয়েছে ১৩টি আসন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে,যদি জাতীয় সরকার গঠন করা হয়, সেক্ষেত্রে নেসেটে প্রধান বিরোধী দল হবে জয়েন্ট লিস্ট।

জাতীয় সরকার গঠনে নেতানিয়াহুর আহ্বান প্রাথমিকভাবে ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির নেতা গান্তেজ অবশ্য প্রত্যাখ্যান করেছেন। তবে সেই জাতীয় সরকার গঠনেরই বাস্তব সম্ভাবনা রয়েছে শেষ পর্যন্ত। ২১ শতাংশের আরব সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধি জয়েন্ট লিস্ট কখনোই ইসরায়েল সরকারের অংশ হতে পারে নি। তবে এবার দলটি যদি বিরোধী দলের আসনে বসে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের নিয়মিত ব্রিফিং পাবেন দলটির ৪৪ বছর বয়সী নেতা আয়মান ওদেহ।

শেয়ার করুন