চট্টগ্রাম সোমবার, ২৯ মে, ২০২৩

সর্বশেষ:

৭ মে, ২০১৯ | ১২:৫৪ পূর্বাহ্ণ

সমুদ্রের ওপর ঝুলন্ত পাঁচতলা বাড়ি!

পাহাড়ের গায়ে ঝুলে রয়েছে পাঁচতলা একটি বাড়ি। তার নিচেই অতল সমুদ্র। সিনেমার কাহিনীর মতো শোনালেও বাস্তবে এমন বাড়ি তৈরির পরিকল্পনা করছে অস্ট্রেলিয়ান আর্কিটেকচার বিশেষজ্ঞদের পরিকল্পিত মডস্কেপ কনসেপ্ট। মডস্কেপ কনসেপ্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বার্নাক্যেল নামের সামুদ্রিক প্রাণি যেমন একটি জাহাজের গায়ে আটকে থাকে সেটার থেকেই অনুপ্রাণিত হয়েছিলাম আমরা। বাড়িটির নাম দেওয়া হয়েছে ক্লিফ হাউস। যদিও বিষয়টি এখনও বাস্তব হয়ে ওঠেনি, এখনও এটি একটি ধারণা। অস্ট্রেলিয়ার চরম উপকূলীয় স্থানগুলিতে বাড়ি বানানোর চাহিদা বাড়ছে বলেই এমন পরিকল্পনা করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট