চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

শ্রীলঙ্কায় সন্দেহজনক জঙ্গি প্রশিক্ষণ শিবিরের সন্ধান

৭ মে, ২০১৯ | ১২:৪৯ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় কাত্তানকুডি শহরে একটি সন্দেহজনক জঙ্গি প্রশিক্ষণ শিবিরের সন্ধান পাওয়ার দাবি করেছে সেদেশের পুলিশ। ১০ একর জায়গাজুড়ে প্রশিক্ষণ শিবিরটি অবস্থিত। সন্দেহ করা হচ্ছে, ইস্টার সানডেতে সিরিজ বোমা বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্টরা সেখানে বন্দুকের অনুশীলন ও বোমা তৈরি করতো।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে। গত ২১ এপ্রিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা এবং তিনটি হোটেলসহ আটটি স্থানে সিরিজ বোমা হামলায় অন্তত ২৫৩ জন নিহত হয়। হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
তাওহিদ জামাত বা এনটিজে নামে পরিচিত শ্রীলঙ্কার স্থানীয় উগ্রবাদী গোষ্ঠীর শীর্ষ নেতা জাহরান হাশিম মোহাম্মদকে হামলার মূল হোতা হিসেবে সন্দেহ করছে সে দেশের সরকার। আইএস-এর পক্ষ থেকেও দাবি করা হয়েছে,বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করে হাশিমের পরিকল্পনা মাফিক ওই হামলা হয়েছে।

শেয়ার করুন