চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

৩১০০ জন কাশ্মীরির মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০১৯ | ২:১৯ অপরাহ্ণ

ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়া (ডব্লিউপিআই) দাবি করেছে, ভারতশাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে এ পর্যন্ত  ওই অঞ্চলের প্রায় ৪০ হাজার মানুষকে গ্রেপ্তার করেছে ভারতীয় বাহিনী। তবে ভারতের সরকারি হিসাব বলছে আটক করা হয়েছে চার হাজারের বেশি মানুষ, যাদের মধ্য থেকে ৩১০০ জনকে এরই মধ্যে মুক্তি দেওয়া হয়েছে।

ভারতীয় মিডিয়া বলছে, আটকদের মধ্যে বেশিরভাগকেই ভারতীয় সিআরপিসি দণ্ডবিধির ১০৭ ধারায় গ্রেফতার করা হয়েছিল। যাদের মধ্যে ২৩০-২৫০ জনকে অন্য রাজ্যের জেলে স্থানান্তরিত করা হয়েছে। কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানান, শুধুমাত্র মোবাইল এবং ইন্টারনেট ব্যবহার ছাড়া উপত্যকায় এখন কোনও রকম নিষেধাজ্ঞা নেই। জনজীবন স্বাভাবিক। স্পর্শকাতর অঞ্চলগুলোতেও কোনও রকম অঘটনা ঘটেনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লা ছাড়া আর কোনও রাজনৈতিক নেতাকে পিএসএ ধারায় গ্রেপ্তার করা হয়নি।

সূত্র : ইন্ডিয়া টাইমস

পূর্বকোণ/তাসফিয়া

শেয়ার করুন