চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বিশ্বজুড়ে শিশু-কিশোরদের পরিবেশ রক্ষার আন্দোলন

আন্তর্জাতিক ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৬ অপরাহ্ণ

পরিবেশ বাঁচানোর দাবিতে বিশ্বব্যাপী লাখ লাখ শিশু-কিশোর জলবায়ু ধর্মঘটে অংশ নিয়েছে। সুইডিশ কিশোরী পরিবেশবাদী গ্রেটা থানবার্গের ডাকে সংহতি জানিয়ে এই আন্দোলনে অংশ নিয়েছে তারা।

পরিবেশ বাঁচানোর দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ভারতের নয়াদিল্লি পর্যন্ত  সোচ্চার ছিল শিশুরা। বাংলাদেশসহ বিশ্বের ১৫০টি দেশ এই আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছে।

‘ফ্রাইডেস ফর ফিউচার’ আন্দোলনের সূচনা মূলত স্কুলশিক্ষার্থীদের মাধ্যমে। পরে এতে যোগ দেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পুরো শুক্রবার পরিবেশ রক্ষার দাবিতে দেশে-মহাদেশে আন্দোলনকারীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিয়েছে । এটিই বিশ্ব উষ্ণায়ন নিয়ে সবচেয়ে বড় প্রতিবাদ মিছিল বলে মনে করা হচ্ছে । শিশু-কিশোররা বিশ্বের সব রাষ্ট্রকে ২০৩০ সাল নাগাদ কার্বন দূষণমুক্ত বিশ্ব গড়ে তোলার দাবি জানিয়েছে এই আন্দোলনের মাধ্যমে।

এমনই একটি র‌্যালিতে অংশ নিয়ে গ্রেটা থানবার্গ ভাষণে বলেন, ‘আমাদের ঘর পুড়ে যাচ্ছে। আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখতে পারি না।’

এই আন্দোলন ও র‌্যালির আয়োজন করা হয়েছিল ম্যানহাটনে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য সম্মেলনকে সামনে রেখে । সম্মেলনের বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যেন আরও কঠোর পদক্ষেপ নেয়া হয়, সেই দাবি জানানো হয়েছে র‌্যালিতে।

পূর্বকোণ/তাসফিয়া

শেয়ার করুন