চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

কবি সুকান্তের ভাস্কর্য ভেঙে চুরমার

৭ মে, ২০১৯ | ১২:৫২ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের ত্রিপুরা রাজ্যে কবি সুকান্ত ভট্টাচার্যের ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। বামপন্থী দল ক্ষমতায় থাকার সময় রাজ্যের বিশালগড় এলাকায় সুকান্তের ভাস্কর্যটি তৈরি করা হয়। ত্রিপুরায় এর আগে লেলিনের ভাস্কর্যও ভাঙা হয়েছিল। দীর্ঘদিনের বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যটির ক্ষমতা এখন বিজেপির হাতে। রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন বিপ্লব দেব। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর থেকে একের পর এক বাম আমলে নির্মিত ভাস্কর্যগুলো ভেঙে ফেলা হচ্ছে।
ত্রিপুরার নিয়মিত এমন ভাস্কর্য ভেঙে ফেলার জন্য বিরোধী বামপন্থী দলগুলো ক্ষমতাসীন বিজেপি জোটকে দায়ী করেছে। বিরোধীরা বলছে, বিজেপি-আইপিএফটি জোট ক্ষমতায় আসার পর থেকে উন্নয়নের চেয়ে বেশি মনযোগী হয়েছে ভাস্কর্য ভাঙার বিষয়ে।

শেয়ার করুন