চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

পাকিস্তানি সমাজকর্মী প্রাণভয়ে পালিয়ে যুক্তরাষ্ট্রে

২১ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫৯ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : প্রাণনাশের হুমকি পাওয়ায় কয়েকমাস আত্মগোপনে থাকা পাকিস্তানের নারী সমাজকর্মী গুলালাই ইসমাইল যুক্তরাষ্ট্রে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।

বিবিসি জানায়, গুললাইয়ের বিরুদ্ধে ‘দেশদ্রোহ’ এবং ‘নৃশংসতায় উস্কানি’ দেওয়ার কয়েকটি মামলা থাকা পাকিস্তান সরকার তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে। তারপরও কিভাবে দেশত্যাগ করলেন জানতে চাইলে তিনি নিউ ইয়র্ক টাইমসকে বলেন, “যারা আমাকে লুকিয়ে থাকতে এবং দেশ ছড়াতে সাহায্য করেছেন তাদের নিরপত্তার খাতিরে আমি এ বিষয়ে কিছু বলতে পারছি না। তবে এটুকু বলবো, আমি কোনো বিমানবন্দর থেকে আকাশে উড়িনি। তিনি বলেন, তিনি শ্রীলঙ্কা থেকে যুক্তরাষ্ট্র গিয়েছেন। পাকিস্তানের নাগরিকদের শ্রীলঙ্কা যেতে ভিসা লাগে না।

দেশত্যাগের কারণ সম্পর্কে তিনি বলেন, “শেষ কয়েক মাস আমি ভয়ানক আতঙ্কের মধ্যে কাটিয়েছি। আমাকে হুমকি দেওয়া হয়েছে, হেনেস্তা করা হয়েছে।’

এ আন্দোলনে অস্ট্রেলিয়া জুড়ে ৩ লাখ মানুষ বিক্ষোভ সমাবেশ করেছে বলে জানিয়েছে আয়োজকরা। দেশজুড়ে ১১০ টি শহরে বিক্ষোভ হচ্ছে। সরকারের কাছে ২০৩০ সাল নাগাদ পরিবেশ কার্বন দূষণ মুক্ত করার দাবি জানাচ্ছে তারা। লন্ডনের রাস্তায়ও নেমেছে লাখো মানুষ। দেশজুড়ে বিভিন্ন জায়গায় তরুণ ও শিশুদের ১৫০টিরও বেশি বিক্ষোভ সংঘটিত হচ্ছে। ছবি-গার্ডিয়ান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট