চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

জাতিসংঘে কাশ্মির পরিস্থিতি নিয়ে কথা বলতে পারেন মহাসচিব

২১ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫৯ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আলোচনা করতে পারেন মহাসচিব অ্যান্থতিও গুতেরেস। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তার মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, জাতিসংঘ মহাসচিব সংলাপের মাধ্যমে এই সংকট সমাধানের প্রতি গুরুত্ব দিয়েছেন।

২০১৯ সালের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন দেশটির কেন্দ্রীয় সরকার। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। জারি করা হয়েছিল বিধিনিষেধ। গ্রেফতার করা হয়েছে সেখানকার শত শত নেতাকর্মীকে। ৩৯ দিন পর কারফিউ তুলে নিলেও থমথমে পরিস্থিতি যায়নি কাশ্মিরের।

দুজারিক বলেন, কাশ্মিরের চলমান সংকটে সংলাপই একমাত্র সমাধান মনে করেন মহাসচিব। একইসঙ্গে প্রত্যেক ক্ষেত্রে মানবাধিকার নিশ্চিত করার প্রতিও তাগিদ দেন তিনি। মুখপাত্র বলেন, ‘কাশ্মির নিয়ে এর আগেও নিজের সংশ্লিষ্টতার কথা জানিয়েছেন মহাসচিব। এবার সাধারণ অধিবেশনে এই বিষয় নিয়ে আলোচনার সুযোগ তৈরি করতে চাইছেন তিনি।
বুধবার গুতেরেজে নিজেই কাশ্মির সংকট সমাধানে ভারত-পাকিস্তান সংলাপের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন সংকট সমাধানে এটিই অপরিহার্য। পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে গুতেরেস বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই এই অঞ্চলে মানবাধিকার অবশ্যই সমুন্নত রাখতে হবে। এবং ভারত ও পাকিস্তানকে আলোচনার মাধ্যমে একটি সমাধান খুঁজে নিতে হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট