চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

৬ বছর অফিসে অনুপস্থিত থেকেও বেতন নিয়েছেন সরকারি চাকুরিজীবী

অনলাইন ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০১৯ | ৬:৫২ অপরাহ্ণ

বেতন নিচ্ছিলেন নিয়মিত অথচ ছয় বছর ধরে কোন কাজই করেননি এক সরকারি চাকুরিজীবি। আর এ বিষয়টি কারো অবগতও হয়নি। অবিশ্বাস্য মনে হলেও অদ্ভুত এই কাণ্ডটি ঘটেছে স্পেনে। অভিযুক্ত জোয়াকিন গার্সিয়া ‘অনুগত কর্মীর’ পুরস্কার নিতে এসে শেষ পর্যন্ত ধরা পড়েন। গার্সিয়া চাকরি করতেন পৌর পানি বোর্ডে। তার কাজ ছিল একটি ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দেখাশোনা করা। ২০১০ সালে ওই বোর্ডের কর্মীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে গার্সিয়ার নাম আসে। তখনই এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি ধরতে পারেন। জরিমানা দেয়ার পাশাপাশি জেলে পাঠানো হয়। সম্প্রতি মুক্তি পেয়েছেন। গার্সিয়াকে চাকরি দেয়া জর্জে ব্লাস ফার্নান্দেজ গার্ডিয়ানকে বলেন, ২০১০ সাল পর্যন্ত সে বেতন নিয়েছে! পুরস্কারের তালিকা আসার পর ভাবলাম সে কোথায়, আছে নাকি মারা গেছে। ব্লাস জানান, ২০০৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত গার্সিয়া কোনো কাজই করেনি।

কিভাবে সম্ভব হলো:

চাকরি নেয়ার পর শুরুতে তিনি অফিস করতেন। কয়েক বছর অনিয়মিত হয়ে যান। পারিবারিক রাজনৈতিক দর্শনের কারণে অন্য কর্মীরা তাকে হেনস্তা করতেন। এ জন্য তিনি ঠিকমতো অফিসে আসতেন না। আবার তার কাজ ছিল প্ল্যান্টে গিয়ে দেখাশোনা করা। এ কারণে অন্য সহকর্মীরা ভাবতেন তিনি সেখানেই রয়েছেন। সেই সুযোগে গার্সিয়া মাঝে মাঝে অফিসে আসতেন, বেশিরভাগ সময় থাকতেন না। ঘটনাটি জানাজানি হওয়ার পর দেশটির সরকারি চাকরিজীবীরা পড়েন আরো নজরদারির মধ্যে।

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/ময়মী

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট