চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা: মোদি

অনলাইন ডেস্ক

৬ মে, ২০১৯ | ১০:২৯ অপরাহ্ণ

মমতা বন্দ্যোপাধ্যায় মানসিক ভারসাম্য হারিয়েছেন বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, মমতার তৃণমূল এবার পশ্চিমবঙ্গ থেকে মাত্র ১০টা আসন পাবে। তখন দিদির অহংকার ভেঙে যাবে। সোমবার (৬মে) দুপুরে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের সভায় তিনি এসব কথা বলেন বলে ভারতীয় গণমাধ্যমে বলা হয়।

মোদি বলেন, পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির বিপুল জনসমাগম দেখে মমতা দিদি চিন্তা করতে করতে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।প্রতিদিন আমার সভায় ভিড় দেখে ওনার রাতের ঘুম উড়ে গিয়েছে। মাথাও খারাপ হচ্ছে। মানসিক ভারসাম্য হারিয়েছেন দিদি। রোজ আমাকে গালি দিয়ে যাচ্ছেন। এই জনসমুদ্রের রিপোর্ট তো উনি পান। ওনার উপরে বিতৃষ্ণা ছড়িয়েছে বাংলার প্রতিটি কোণায়। ওনার রাতের ঘুম উড়ে গিয়েছে।

মোদি আরও বলেন, এবার পশ্চিমবঙ্গ থেকে মমতা দিদির বিদায় নিশ্চিত। পশ্চিমবঙ্গের চারদিকে ব্যাপক হিংসা সত্ত্বেও সাধারণ মানুষ নিজেদের ভোট দিতে ভোটকেন্দ্রে যাচ্ছেন। এটাই পশ্চিমবঙ্গে পরিবর্তনের ইঙ্গিত। ১০টা আসনও পাবেন না দিদি। সঙ্গীরাও ভয়ে রয়েছেন। উদভ্রান্ত হয়ে গিয়েছেন দিদি। ভয় ওনার পিছন ছাড়বে না।     

শেয়ার করুন