চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

তুরস্কে সেই কনস্যুলেট ভবন বেচে দিয়েছে সৌদি আরব

১৯ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩১ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুল শহরে প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগিকে সৌদি আরবের যে কনস্যুলেট ভবনে হত্যা করা হয়েছিল সেই ভবনটি বিক্রি করে দিয়েছে রিয়াদ সরকার। শিগগিরই ওই ভবন থেকে সৌদি কনস্যুলেট নতুন স্থানে সরিয়ে নেয়া হবে।

তুরস্কের সরকারপন্থী ইংরেজি ভাষার পত্রিকা দৈনিক সাবাহ স্থানীয় সূত্রের বরাত দিয়ে গত মঙ্গলবার জানিয়েছে, চারতলা ওই ভবনটি সৌদি আরব ৪৫ দিন আগে তড়িঘড়ি করে অজ্ঞাত একজন ক্রেতার কাছে বিক্রি করে দিয়েছে। বর্তমান বাজারমূল্যের চেয়ে তিন ভাগের এক ভাগ অর্থে ভবনটি বিক্রি করা হয়েছে বলে সূত্র জানায়।
দৈনিক সাবা পত্রিকার রিপোর্টে বলা হয়েছে, সৌদি কনস্যুলেট সম্ভবত মার্কিন কনস্যুলেট ভবনের কাছাকাছি সরিয়ে নেয়া হবে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে লন্ডনভিত্তিক মেডিল ইস্ট আই সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, সৌদি কনস্যুলেট ভবন বিক্রির ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট