চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

৬৯তম জন্মদিনের দিন গুজরাটে এক জনসভায়

কাশ্মীরের সিদ্ধান্ত প্যাটেলের অনুপ্রেরণায় : মোদি

১৮ সেপ্টেম্বর, ২০১৯ | ১:২৫ পূর্বাহ্ণ

মোদির এই সমাবেশ হয়েছে গুজরাটের কেভাদিয়াতে; এখানেই নর্মদা নদীর
উপর ‘স্ট্যাচু অব ইউনিটি’ খ্যাত সর্দার প্যাটেলের বিশাল মূর্তি তৈরি করা হয়েছে।
ইন্টারন্যাশনাল ডেস্ক : সরদার বল্লভভাই প্যাটেলের দর্শনে অনুপ্রাণিত হয়ে ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার নিজের ৬৯তম জন্মদিনের দিন গুজরাটে এক জনসভায় তিনি একথা বলেছেন, জানিয়েছে এনডিটিভি। গুজরাটের সফলতা পুরো দেশের জন্য একটি মডেল হিসেবে বিবেচিত হওয়া উচিত বলেও জনসভায় মন্তব্য করেছে মোদি। জীবনমানে উন্নতির অভিজ্ঞতা অন্যান্যদের জানাতে ও তাদের সহায়তা করতে রাজ্যটির বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মোদির এই সমাবেশ হয়েছে গুজরাটের কেভাদিয়াতে; এখানেই নর্মদা নদীর উপর ‘স্ট্যাচু অব ইউনিটি’ খ্যাত সর্দার প্যাটেলের বিশাল মূর্তি তৈরি করা হয়েছে। কয়েক দশকের পুরনো সমস্যা সমাধানের চেষ্টায় যার দর্শন কাজে লাগছে বলে জানিয়েছে মোদী। প্যাটেলের দর্শন অনুসারেই জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে বলে জানান ভারতের প্রধানমন্ত্রী। পাশাপাশি এখন থেকে প্রতিবছরের ১৭ সেপ্টেম্বরকে ‘হায়দরাবাদ মুক্ত দিবস’ হিসেবে পালনেরও ঘোষণা দেন তিনি। ১৯৪৮ সালের এদিনই হায়দরাবাদ ভারতীয় ইউনিয়নভুক্ত হয়েছিল। ‘স্ট্যাচু অব ইউনিটি’র কথা বলতে গিয়ে মোদি গতবছর উন্মুক্ত হওয়ার পর থেকে এই মূর্তি দেখতে আসা দর্শনার্থীর সংখ্যা দিন দিন বাড়তে থাকায় সন্তোষ প্রকাশ করেন। সর্দার প্যাটেলের জন্মবার্ষিকীতে গত বছরের ৩১ অক্টোবর মোদি বিশ্বের সবচেয়ে উঁচু এ মূর্তিটি উদ্বোধন করেছিলেন। নর্মদা নদীর উপর নির্মিত বাঁধ সর্দার সরোবর প্রজেক্ট গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও রাজস্থানের জনগণের উপকারে আসছে বলে জানান ভারতের প্রধানমন্ত্রী।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট