চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সৌদিতে বাড়ল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

১৬ সেপ্টেম্বর, ২০১৯ | ৪:৫০ অপরাহ্ণ

সৌদি আরবের দুটি তেলক্ষেত্রে শনিবার (১৪ সেপ্টেম্বর) ড্রোন হামলা চালানো হয়। এতে আগুন ধরে যায় তেলক্ষেত্রে। এই প্রেক্ষিতে বিশ্বে জ্বালানি তেলের সরবরাহ ৫ শতাংশেরও বেশি কমে গেছে। একইসাথে গত চার মাসের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে অপরিশোধিত তেলের দাম ।

জানা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৬৬ দশমিক ২৮ ডলারে পৌঁছেছে। অন্যদিকে ওয়েষ্ট টেক্সাস ইন্টারমিডিয়েট রোজের দাম ৮ দশমিক ৯ শতাংশ বেড়ে ৫৯ দশমিক ৭৫ ডলারে পৌঁছেছে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির রিজার্ভ থেকে তেল ছাড়ার বিষয়টি অনুমোদন করার পর দাম আবারো কমে আসে।

শনিবার সৌদি আরবের রাষ্ট্রনিয়ন্ত্রিত আরামকোর তেলক্ষেত্র দুটিতে ড্রোন হামলা চালানো হয়। এতে আগুন ধরে যায় তেলক্ষেত্রে। তেলক্ষেত্র দুটি আবকাইক ও খুরাইস প্রদেশে অবস্থিত।

সৌদি কর্তৃপক্ষ বলছে,  এখান থেকে পুনরায় তেল উৎপাদনে আসতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

প্রসঙ্গত, আরামকো বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানি।  আরামকোর যে দুটি তেল ক্ষেত্রে হামলা হয় তার মধ্যে সৌদির খুরাইসে বিশ্বের মোট চাহিদার ১ শতাংশ তেল উৎপন্ন হয়, আর আবকাইক তেল শোধনাগার বিশ্বের সরবরাহের ৭ শতাংশ তেল জোগান দেয়। সূত্র : বিবিসি

পূর্বকোণ/তাসফিয়া

শেয়ার করুন