চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ভারতের ৩ রাজ্যে জয়ের ইঙ্গিত বিজেপির

আন্তর্জাতিক ডেস্ক

১৬ সেপ্টেম্বর, ২০১৯ | ৪:৪৪ অপরাহ্ণ

চলতি বছরের শেষ দিকে ভারতের তিন রাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির জয়ের ইঙ্গিত মিলেছে। রাজ্য তিনটি হলো- মহারাষ্ট্র, হরিয়ানা ও ঝাড়খন্ড। রাজ্য তিনটিতে পরিচালিত জনমত সমীক্ষার ফলাফলে এই ইঙ্গিত মিলেছে।

তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে কোন দলের ক্ষমতায় আসার সম্ভাবনা, তা নিয়ে এবিপি আনন্দ ও সি-ভোটার জনমত সমীক্ষা চালায়। আজ সোমবার প্রকাশিত সেই সমীক্ষা প্রতিবেদনে বলা হয়, তিন রাজ্যে বিরোধীরা যদি ঐক্যবদ্ধ হয়, তারপরও ঝাড়খন্ড বাদে মহারাষ্ট্র ও হরিয়ানায় জিততে পারে বিজেপি। আর ঝাড়খন্ডে জোট হলে বিরোধীরা চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বিজেপিকে।

বিরোধীদের মধ্যে জোট না হলে তিন রাজ্যে একতরফা জিতে যাবে বিজেপি। এই তিন রাজ্যে এখন ক্ষমতায় আছে বিজেপি।

জোট না হলে হরিয়ানা বিধানসভার ৯০টি আসনের মধ্যে বিজেপি জিততে পারে ৭৮ টিতে।

মহারাষ্ট্রে ২৮৮টি আসনের মধ্যে বিজেপি জিততে পারে ১৪৪ টিতে।

আর ঝাড়খন্ডে ৮১টি আসনের মধ্যে ৫৫টি জিততে পারে বিজেপি।

সমীক্ষায় প্রধানমন্ত্রী হিসেবে মোদিকেই ভোটাররা পছন্দ করেছেন। বলা হয়েছে, মোদিই যোগ্যতম প্রধানমন্ত্রী।

পূর্বকোণ/তাসফিয়া

শেয়ার করুন