চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কাশ্মীরি শিশুদের স্কুলে ফেরাতে মালালার আহবান

আন্তর্জাতিক ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০১৯ | ৬:৩৮ অপরাহ্ণ

কাশ্মীরি শিশুদের স্কুলে ফেরাতে জাতিসংঘকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়,  রবিবার (১৫ সেপ্টেম্বর) মালালা এ আহ্বান জানিয়ে একটি টুইট করেছেন। খবরে বলা হয়, ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর থেকে কাশ্মীর এক প্রকার অবরুদ্ধ হয়ে আছে। ইন্টারনেট ব্যবহার, মোবাইল নেটওয়ার্কসহ সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ভূ-স্বর্গ খ্যাত অঞ্চলটির বাসিন্দারা। নিরাপত্তার অভাবে ঘর থেকে বের হতে পারছে না শিশুরা। ফলে স্কুলেও যেতে পারছে না শিশুরা। তাদের পক্ষ নিয়ে আর্জি জানিয়েছেন মালালা ইউসুফজাই। তার আর্জি, জাতিসংঘ যেন এ বিষয়ে পদক্ষেপ নেয়।

মালালা বলেন, ‘আমি জাতিসংঘের সাধারণ অধিবেশন ও এর বাইরের নেতাদের কাছে আর্জি জানাচ্ছি যেন তারা কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনতে পদক্ষেপ নেন। কাশ্মীরিদের মনের কথা শুনুন এবং নিরাপদে এখানকার শিশুদের স্কুলে যাওয়ার ব্যবস্থা করুন।’ চলতি বছরের ৫ আগস্ট ভারতের বিশেষ অঞ্চলের মর্যাদা হারায় জম্মু ও কাশ্মীর। এরপর থেকে নির্বিচারে গ্রেফতার করা হয় উপত্যকার অসংখ্য বাসিন্দাকে। এ বিষয়ে মালালা বলেন, ‘আমি কাশ্মীরের মর্যাদা বাতিলের পর থেকে শিশুসহ নির্বিচারে গ্রেফতার ৪ হাজার মানুষদের নিয়ে চিন্তিত। একইসঙ্গে সেসব শিক্ষার্থীদের বিষয়েও চিন্তিত যারা স্কুলে যেতে পারছেন না প্রায় ৪০ দিন ধরে। আমি মেয়েদের নিয়েও চিন্তিত যারা নিরাপত্তার অভাবে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন।’

‘আমি সরাসরি কাশ্মীরি মেয়েদের কথা শুনতে চাই। কিন্তু আসলে তা সম্ভব না। কেননা, কাশ্মীর পুরো বিশ্ব থেকে এখন বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তাদের কথা বিশ্বকে কেউ শোনাবে সে সুযোগ নেই বললেই চলে।’

উল্লেখ্য, চলতি বছরের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাদ দেয় নরেন্দ্র মোদীর সরকার। এরপর থেকে সেখানে জারি রয়েছে জরুরি অবস্থা।

 

 

 

 

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন