চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হাতুড়ি দিয়ে মোবাইল ফোন ভাঙলেন অধ্যক্ষ!

আন্তর্জাতিক ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০১৯ | ৬:০৬ অপরাহ্ণ

ভারতের কর্ণাটকের এমইএস চৈতন্য পিইউ কলেজের শিক্ষার্থীদের মোবাইল ফোন হাতুড়ি দিয়ে ভেঙেছেন কলেজটির অধ্যক্ষ।

নিষেধাজ্ঞা সত্ত্বেও  ক্লাস চলাকালে শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করে । এ কারণে কলেজের অধ্যক্ষ আরএম ভাট বিরক্ত হয়ে হাতুড়ি দিয়ে সেলফোনগুলো শিক্ষার্থীদের সামনে টুকরো টুকরো করে ফেলেছেন। এই অধ্যক্ষের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

জানা গেছে, এমইএস চৈতন্য পিইউ কলেজে ক্লাসরুমে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছিল কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের হুঁশিয়ারিও  দেওয়া হয়েছিল কিন্তু কলেজ কর্তৃপক্ষের বারবার অনুরোধ সত্ত্বেও শিক্ষার্থীরা তাদের সেলফোন ব্যবহার চালিয়ে যায়। 

কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, ক্লাসে লেকচার দেওয়ার সময়ও শিক্ষার্থীরা তাদের মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস বিনিময় করে। 

এদিকে, গত বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ ছাত্রদের তল্লাশি চালিয়ে ১৬ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

শিশুরা স্কুল-কলেজগুলিতে নিষিদ্ধ জিনিসপত্র নিয়ে আসছে। শিক্ষার্থীদের অভিভাবকরাও এ বিষয়টি আমলে নেন না বলে জানান কর্ণাটকের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর ব্যবস্থাপনা সংক্রান্ত কমিটির সাধারণ সম্পাদক ডি শশী কুমার।

স্কুলগুলির পাশাপাশি কলেজগুলিতেও পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বলেও জানান তিনি ।

পূর্বকোণ/তাসফিয়া

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট