চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত মমতার!

অনলাইন ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৪৪ অপরাহ্ণ

এনআরসি ইস্যু নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং জানান যেকোন মূল্যে ভারতের পশ্চিমবঙ্গেও জাতীয় নাগরিকপঞ্জি হবে। শনিবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় গণমাধ্যমকে সুরেন্দ্র সিং বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের খারাপ দিন ঘনিয়ে আসছে। তিনি যদি বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে রাজনীতি করতে চান তবে তাঁর বাংলাদেশেই চলে যাওয়া উচিত। মুখ্যমন্ত্রীর যদি সাহস থেকে থাকে তাহলে যদি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যান তাহলে ভালোই হবে। কিন্তু ভারতে কোন বিদেশী এসে শরণার্থী হয়ে রাজনীতি করবে, এটা আমরা বরদাস্ত করবো না।’

তিনি আরো বলেন, ‘এনআরসি পশ্চিমবঙ্গেও প্রয়োগ করা হবে এবং যারা ভারতের নাগরিক হিসাবে যোগ্যতা অর্জন করবেন না তাদের সম্মানজনকভাবে নিজেদের দেশের বাড়িতে পাঠিয়ে দেয়া হবে।’এনআরসি কার্যকর করা হবে এবং বাংলাদেশিদের হাতে দু’টি প্যাকেট খাবার ধরিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়া হবে বলে জানান সুরেন্দ্র সিং।

 

 

 

 

 

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন