চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

রিয়াদের রাস্তায় প্রকাশ্যে টপস-জিন্সে সৌদি নারীরা

অনলাইন ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০১৯ | ৬:৪৩ অপরাহ্ণ

রক্ষণশীল সৌদি আরবে প্রকাশ্য রাস্তায় বের হতে হলে মেয়েদের কালো বোরকা পরা বাধ্যতামূলক। ধর্মীয় প্রতীক হিসেবেই বিষয়টিকে দেখা হয়।

কিন্তু সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নারীর ক্ষমতায়নে যেসব পদক্ষেপ নিয়েছেন তাতে বোরকা ছাড়া বের হতে সাহস করছে সৌদি নারীরা।

দেশটিতে পরিবর্তনের যে হাওয়া চলছে, তার ধারাবাহিকতায় গত কিছুদিনে বোরকা ছাড়াই ক’জন সৌদি নারীর রিয়াদের রাস্তায় টপস-জিন্স প্যান্ট পরে চলাফেরার দৃশ্য এখন ইন্টারনেটে সোশাল মিডিয়ায় ভাইরাল।

সাদা টপের উপরে কমলা জ্যাকেট, সাদা ট্রাউজার আর হাই হিলে রিয়াদের শপিং মলে মাশায়েল আল-জালৌদ কিংবা জিন্স পরা মানাহেল আল-ওতাইবিকে ‘বিদ্রোহী’ সৌদি নারী হিসেবে তুলে ধরেছে পাশ্চাত্যের গণমাধ্যম।

একটি সংস্থার মানবসম্পদ বিভাগে কাজ করেন ৩৩ বছর বয়সী মাশায়েল। পাশাপাশি নিজের মতো করে চালিয়ে যাচ্ছেন মানবাধিকার রক্ষার লড়াই।

ব্রিটিশ সংবাদপত্র মেট্রোকে তিনি বলেছেন, তিনি বোরকা পরা ছেড়ে দিয়েছেন। তবে পশ্চিমা পোশাকে তাকে শপিং মলে দেখে অনেকেই বাঁকা চোখে দেখছিলেন।

২৫ বছরের মানবাধিকারকর্মী মানাহেল এজন্য বিতর্কে পড়লে এ ব্যাপারে তার ভাষ্য, “আমি স্বাধীনভাবে বাঁচতে চাই।”

তিনি জানান, গত চার মাস ধরে রিয়াদে বোরকা ছাড়াই বের হচ্ছেন।

পূর্বকোণ/তাসফিয়া

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট