চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কঙ্গোতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০১৯ | ৪:০৪ অপরাহ্ণ

আফ্রিকার দেশ কঙ্গোতে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৫০ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত তিনটার দিকে তানগানিকা প্রদেশে  এই দুর্ঘটনা ঘটেছে।

কঙ্গোর হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্সবিষয়ক মন্ত্রী এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই টুইট বার্তায় তিনি বলেন, আরও একটি বিপর্যয়! স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত তিনটার দিকে তানগানিকা প্রদেশে ট্রেন দুর্ঘটনায় ৫০ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। সরকারের পক্ষ থেকে আমি দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। সেখানে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।  

কঙ্গোতে রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থা খুবই নাজুক। বেশিরভাগ ট্রেনই অনেক পুরনো। এর মধ্যে কিছু রয়েছে ১৯৬০ সালের। পুরনো যন্ত্রপাতির কারণে প্রায়ই দুর্ঘটনা কবলিত হচ্ছে ট্রেন।

এর আগে গত মার্চে অবৈধভাবে যাত্রী পরিবহনের সময় একটি মালবাহী ট্রেন দুর্ঘটনা কবলিত হয়ে কমপক্ষে ২৪ জন নিহত এবং আরও ৩১ জন আহত হয়।

২০১৭ সালে জ্বালানির ট্যাংকার বহনকারী একটি ট্রেন লুলাবাবাপ্রদেশের একটি নদীতে ডুবে গেলে অন্তত ৩০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে।

পূর্বকোণ/পলাশ 

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট