চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

টংগার প্রধানমন্ত্রী আকিলিসি পোহিভা মৃত্যু

অনলাইন ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫৩ অপরাহ্ণ

পলিনেশীয় দেশ টোঙ্গার প্রধানমন্ত্রী আকিলিসি পোহিভা মারা গেছেন। তিনি পরিবেশ আন্দোলনকারী হিসেবে পরিচিত ছিলেন।

দুই সপ্তাহ আগে অসুস্থ অবস্থায় নিউজিল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি হওয়ার একদিন পর পলিনেশীয় দেশ টংগার প্রধানমন্ত্রী আকিলিসি পোহিভা মারা গেছেন। 

বুধবার রাতে অকল্যান্ডের সিটি হাসপাতালে ভর্তি করার পর বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

৭৮ বছর বয়সী এ প্রধানমন্ত্রী চলতি বছরের প্রথমদিকে লিভারের জটিলতাজনিত অসুস্থতার চিকিৎসা নিয়েছিলেন। দুই সপ্তাহ আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে টোঙ্গার রাজধানী নুকুয়া’লোফার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

২০০৬ সালে দেশটির রাজধানী নুকু আলোফায় আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দাঙ্গার মূলহোতা হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। টংগার প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

সূত্র: রয়টার্স/ভয়েস অব আমেরিকা 

পূর্বকোণ/পলাশ 

শেয়ার করুন