চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সব ধরনের ভিসা ফি কমানোর সিদ্ধান্ত সৌদির

আন্তর্জাতিক ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০১৯ | ১২:৪৭ অপরাহ্ণ

সৌদি আরবের ‘ভিশন টু জিরো থ্রি জিরো’ বাস্তবায়নের অংশ হিসেবে যেকোনো ধরনের ভিসা ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। এমনই তথ্য দিয়েছে দেশটির গণমাধ্যম ।  এ পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে দেশটির প্রভাশালী গণমাধ্যম সৌদি গেজেট জানায়, হজ, ভ্রমণসহ যেকোনো ধরনের ভিসা ফি কমিয়ে ৩০০ রিয়াল করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে এ ফি দুই হাজার রিয়াল।

ধারণা করা হচ্ছে, চলতি মাস থেকেই নতুন ভিসা ফি কার্যকর হতে পারে। এতে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকরা আগের চেয়ে কম খরচে সৌদি ভ্রমণ করতে পারবেন। কর্তৃপক্ষের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

তবে কবে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

পূর্বকোণ/পলাশ

 

শেয়ার করুন