চট্টগ্রাম রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

অভিন্ন স্বার্থে বাংলাদেশকে সহযোগিতার দায়িত্ব আছে যুক্তরাষ্ট্রের: মিলার

অনলাইন ডেস্ক

২ ফেব্রুয়ারি, ২০২৪ | ৩:৫৬ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। তবে তার মানে এই নয় যে, বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার দায়িত্ব আমাদের নেই। অভিন্ন স্বার্থে যুক্তরাষ্ট্র যেসব ক্ষেত্রে সহযোগিতা করতে পারে সেখানে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতার দায়িত্ব আছে আমাদের। বৃহস্পতিবার পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন তিনি।

বাংলাদেশ প্রসঙ্গে এক সাংবাদিক ম্যাথু মিলারকে প্রশ্ন করেন- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের সর্বশেষ প্রেসনোটে তিনি দেখেছেন যে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বিভিন্ন নিরাপত্তা ক্ষেত্র যেমন সন্ত্রাস দমন, সীমান্ত নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় কাজ করতে আগ্রহী। প্রধানমন্ত্রীকে স্বাগত না জানিয়ে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে বৃহত্তর প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের কাজ করাটা কীভাবে সম্ভব?

মিলার বলেন, এই প্রশ্নের জবাবে আমি বলব যে, সারা বিশ্বে আমাদের এই ধরনের সম্পর্ক রয়েছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। বাংলাদেশে দমন-পীড়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। তার অর্থ এই নয়, বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার দায়িত্ব আমাদের নেই। উভয় ক্ষেত্রে যেসব বিষয় নিয়ে আমাদের উদ্বেগ আছে সেই ক্ষেত্রগুলোতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার দায়িত্ব যুক্তরাষ্ট্রের আছে। আবার অভিন্ন স্বার্থে যুক্তরাষ্ট্র যেসব ক্ষেত্রে সহযোগিতা করতে পারে সেখানেও অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতার দায়িত্ব আছে আমাদের।

মিয়নামার নিয়ে ব্রিফিংয়ে আরেকটি প্রশ্ন করা হয় মিলারকে। ওই সাংবাদিক জানতে চান- মিয়ানমারে জান্তা সরকার ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধের কারণে মিয়ানমার থেকে আরও অনেক রোহিঙ্গা বাংলাদেশে ঢুকতে চলেছে। হেলিকপ্টারসহ মিয়ানমারের সামরিক বাহিনীর সদস্যেরাও অনুপ্রবেশ করছে। সেখানকার এমন পরিস্থিতি নিয়ে আপনার কোনো মন্তব্য আছে?

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট