চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পরমাণু সমঝোতা বাঁচানোর পথ বেছে নিয়েছে ইউরোপ: মার্কেল

১২ সেপ্টেম্বর, ২০১৯ | ১:২১ পূর্বাহ্ণ

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা বাঁচিয়ে রাখার পথ বেছে নিয়েছে ইউরোপ। তিনি বলেন, এই চুক্তির প্রতি ইউরোপের দেশগুলো সম্মান প্রদর্শন করে। অ্যাঙ্গেলা মার্কেল বুধবার বলেন, “ধাপে ধাপে আমরা ইরানের সঙ্গে বিদ্যমান সমস্যা সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করছি যাতে এই উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে এবং আঞ্চলিক পর্যায়ে আরো বেশি ছড়িয়ে না পড়ে। এটি হচ্ছে আমাদের এই মুহূর্তের লক্ষ্য।” ২০১৮ সালের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে একতরফাভাবে বের করে নেন এবং তিনি ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জোরদার করেন। কিন্তু মার্কিন নীতির সঙ্গে ইউরোপের গুরুত্বপূর্ণ দেশগুলো এবং চীন ও রাশিয়া একমত নয়। [ছবি : জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল]

শেয়ার করুন