চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

আলিবাবা থেকে জ্যাক মা’র অশ্রুসিক্ত বিদায়

১২ সেপ্টেম্বর, ২০১৯ | ১:২০ পূর্বাহ্ণ

নিজের গড়া প্রতিষ্ঠান আলিবাবা থেকে পদত্যাগ করলেন চীনা ধনকুবের জ্যাক মা। মঙ্গলবার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ২০ বছর আগে প্রতিষ্ঠা করা বিশ্বের অন্যতম বৃহত্তম এই প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর দায়িত্ব ড্যানিয়েল ঝ্যাংয়ের হাতে তুলে দেন জ্যাক। বিদায়ের মুহূর্তটি স্মরণীয় করে রাখতে চেষ্টার ত্রুটি করেননি এশিয়ায় একসময়কার সবচেয়ে ধনী ব্যক্তি জ্যাক মা। জ্যাক মা নিজে রকস্টারের বেশে হাজির হয়েছিলেন তাদের সামনে। অনলাইনে কেনাবেচার সুবিধা দেয়ার পাশাপাশি ক্লাউড কম্পিউটিং এবং চলচ্চিত্র তৈরীর মত সেবাও দিয়ে থাকে আলিবাবা। পরবর্তীতে বিশ্বের অন্যতম বৃহৎ ইন্টারনেট কোম্পানি হিসেবে সফলতা লাভ করে কোম্পানিটি। আলিবাবা’র বর্তমান বাজার মূল্য ৪০০ বিলিয়ন বা ৪০ হাজার কোটি ডলারেরও বেশি। ৮০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন একটি স্টেডিয়ামে চার ঘণ্টার অনুষ্ঠান আয়োজিত হয়। জ্যাক মা বলেন, ‘আজকের রাত পার হলেই আমি নতুন জীবন শুরু করবো। আমি বিশ্বাস করি পৃথিবী সুন্দর, সেখানে অনেক সুযোগ রয়েছে। সেই জীবন অনেক রোমাঞ্চকর। এটা উপভোগ করতেই আমি আগে অবসরে যাচ্ছি। [ছবি : জ্যাক মা, ইনসেটে- ড্যানিয়েল ঝ্যাং]

শেয়ার করুন