চট্টগ্রাম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

ইরান-রাশিয়া সহযোগিতা বন্ধ হবে না মার্কিন নিষেধাজ্ঞায় : মস্কো

৬ মে, ২০১৯ | ১:১৯ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনার ডেস্ক : রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ জোর দিয়ে বলেছেন, আমেরিকার নিষেধাজ্ঞা এবং হুমকি সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে ইরানের সঙ্গে তার দেশের সম্পর্ক ও সহযোগিতা বন্ধ হবে না। তিনি গতকাল (শনিবার) মস্কোয় এক বক্তব্যে বলেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও পরমাণু কর্মসূচি’সহ অন্যান্য ক্ষেত্রগুলোতে ইরানের সঙ্গে রাশিয়ার সহযোগিতা আগের মতো চলবে। রাশিয়া নিজেই ২০১২ সাল থেকে আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞার মোকাবিলা করে এসেছে বলে উল্লেখ করেন রিয়াবকভ। তিনি বলেন, ওয়াশিংটনের এ রকম অবৈধ পদক্ষেপের সঙ্গে মস্কো নিজেকে মানিয়ে নিয়েছে। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞায় আক্রান্ত হওয়ার ক্ষেত্রে ইরান ও রাশিয়ার অভিন্নতার কথা উল্লেখ করে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, তেহরান ও মস্কো কখনোই ওয়াশিংটনের চাপের কাছে নতি স্বীকার করবে না।
মার্কিন সরকার শুক্রবার রাতে পরমাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করে ইরানের পরমাণু কর্মসূচিতে দেয়া তিনটি ছাড় প্রত্যাহার করে নেয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট