চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

রমজানে তিন হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে আরব আমিরাত

৬ মে, ২০১৯ | ১:১৮ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনার ডেস্ক : পবিত্র রমজান উপলক্ষে তিন হাজারের বেশি বন্দিকে মুক্তি দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। কারাগারে ভালো আচরণের পুরস্কার হিসেবে দেশটির বিভিন্ন কারাগারে থাকা এ বন্দিদের মুক্তির ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত এ ৩০০৫ জন বন্দি বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক। দেশটির সরকার জানিয়েছে, পবিত্র রমজানকে সামনে রেখে ক্ষমাপ্রাপ্ত এসব বন্দিরা এখন থেকে নতুনভাবে জীবনযাপন করবে। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন সিটির শাসকরাও তাদের কারাগারে আটক বন্দিদের মুক্তি দিয়েছেন। শারজাহর শাসক শেখ সুলতান বিন মোহাম্মদ আল কাসিম ৩৭৭ জন কয়েদিকে মুক্তির ঘোষণা দিয়েছেন। রাস আল খাইমার শাসকও ৩০৬ সাজাপ্রাপ্ত আসামিকে ক্ষমা করে মুক্তির ঘোষণা দিয়েছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট